প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ
নিয়ে একটি ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় ফকিরহাট উপজেলার হোটেল তাজমহলেরর সেমিনার কক্ষে। এসময় ব্রেভ প্রকল্পের মাস্টার ট্রেইনার ও জেলা সহিংস উগ্রপন্থা কমিটির ফকিরহাট
উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন। জার্মান এম্বাসির অর্থায়নে, দি হাঙ্গার প্রজেক্ট বাগেরহাট
জেলার ৩টি উপজেলা ও ২টি পৌরসভায়
পরিক্ষামূলকভাবে এ প্রকল্পটি পরিচালনা করছে।
প্রকল্পের মূল উদ্দ্যেশ্য হলো জঙ্গিবাদ ও উগ্রপন্থা
নিরসনে সামাজিক প্রচারণা করা। দি হাঙ্গার
প্রজেক্ট প্রশিক্ষণের মাধ্যমে ফকিরহাট উপজেলার
৮ টি ইউনিয়নে ১৬০ জন ইয়ুথ, ২০ জন মেন্টর
এবং ৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করেছে। স্থানীয়
জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের
সহযোগীতায় এসকল সেচ্ছাসেবীদের মাধ্যমে
জঙ্গিবাদ, উগ্রবাদ, চরমপন্থা ও সামাজিক
সম্প্রীতির বিষয়ে বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের
কাছে তুলে ধরছে। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষিত মেন্টর বা অভিভাবক এবং তরুন ইয়ুথদের
মধ্যে সমন্বয় বৃদ্ধি, পূর্ববর্তী তিন মাসের সম্পাদিত কাজের বিবরণ ও পরবর্তী তিনমাসের
পরিকল্পনা তুলে ধরা হয়। ফকিরহাট উপজেলার বিশিষ্ট সমাজসেবক অচিন্ত কুমার হালদারের
সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভায় জেলা সহিংসতা নিরসন কমিটির সহসভাপতি
আলতাফ হোসেন টিপু, যুগ্ন সাধারন সম্পাদক ও মাষ্টার ট্রেইনার খান আরিফুল হক, প্রেসক্লাবের
সভাপতি কাজী ইয়াসিন ফকিরহাট উপজেলা,ব্রেভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, ও
উপজেলা সমন্বয়কারী জামিলা আক্তার, ইউনিয়ন সমন্বয়কারীগনসহ সকল ইউনিয়নের ইয়ুথ ও মেন্টর
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।