ফকিরহাটে দি হাঙ্গার প্রজেক্ট সম্প্রীতির দেওয়াল স্থাপন


ফকিরহাটে “দি হাঙ্গার প্রজেক্ট” এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে সম্প্রীতির দেওয়াল স্থাপিত হয়েছে।
সহিংসতা নিরসনে সামাজিক সম্প্রীতি রক্ষায়
উপজেলার পিলজংগ ইয়ুথ গ্রুপ কতৃক দেওয়ালটি স্থাপিত হয়। উপজেলার বেতাগা ও শুভদিয়া মেন্টর এর উদ্যোগে প্রতি ইউনিয়নে জঙ্গীবাদ, উগ্রবাদ ও চরমপন্থা নিরসনে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগীতায় উপজেলা সমন্বয়কারী জামিলা আক্তার।