প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২২, ৭:০৩ অপরাহ্ণ
ফকিরহাটে তৃতীয় শেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক
বাগেরহাটের ফকিরহাটে তৃতীয় শেণির এক ছাত্রী (১১)কে ধর্ষণের চেষ্টার অভিযাগে মাডেল থানায় একটি মামলা
হয়েছে। রোববার (২৮ আগষ্ট) দুপুরে মেয়েটির পিতা বাদী হয়ে একজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ মামলার একমাত্র অভিযুক্ত আসামী বখাটে রবিউল শেখ (৩০) কে আটক করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জিব কুমার পাল মামলার বরাত দিয়ে জানান, শুক্রবার (২৬ আগষ্ট) দিবাগত রাত ৩টার দিকে মামকাটা গ্রামের বখাটে রবিউল শেখ সুকৌশলে দরজা খুলে ওই শিশুকন্যা যে কক্ষে ঘুমিয়ে ছিল সেই কক্ষে প্রবেশ করে। এরপর শিশুটিকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে বাড়ীর পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির ঘুম ভেঙে যায়। শিশুটির আর্তচিৎকারে পরিবারের লোকজন সহ স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত রবিউল শেখকে হাতে-নাতে আটক করে।
পরেরদিন অর্থাৎ শনিবার আটক রবিউল শেখকে পুলিশের নিকট সোর্পদ করেন। রবিউল শেখ মাসকাটা গ্রামের মো. ছালাম শেখের ছেলে। ওই শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, রবিউল শেখ বিভিন্ন সময় ওই মেয়েটিকে রাস্তায় পেলে বিভিন্ন ভয়ভীতি দেখানো সহ উত্যাক্ত করতো। বিষয়টি নিয়ে ছেলেটির অভিভাবকদের কাছে বিচার দিলেও কোন সুরাহা হয়নি।
মেয়েটির বাবা একজন দিনমুজুর হওয়ায় বিষয়টি আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বলেন, ১১বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত রবিউল শেখকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত