ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নছিমন চালক নিহত, বাবা-ছেলে আহত, এসময় ৫টি গরু মারা গেছে


বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাটের পাগলা-শ্যামনগর এলাকায় ট্রাকের ধাক্কায়
নছিমন চালক ফজর আলী শেখ নিহত হয়েছে। এসময় দুইজন গরু ব্যাপারি আহত হয়েছে।
দুর্ঘটনায় নছিমনে থাকা ৫টি গরু মারা গেছে।
ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান জানান, শুক্রবার সকাল ৬টার দিকে
চিতলমারী থেকে ৬টি গরু নছিমনে নিয়ে বেতাগা পশুরহাটে যাচ্ছিল। পাগলা-শ্যামনগর
এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাকের সাথে
ধাক্কা লাগে।
এতে গরু বোঝাই নছিমন সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় নছিমন চালক ফজর
আলী শেখ নিহত হয়। দুর্ঘটনায় আহত গরু ব্যাপারি আব্দুল হক সরদার ও তার ছেলে
শাহাদাৎ সরদারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত
চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসক
জানিয়েছে।
নিহত ফজর আলী শেখ চিতলমারীর রাশাশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার
খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে
ট্রাকটি আটক করতে পারেনি।