ফকিরহাটে ট্রাকের চাপায় বেদেপল্লীর শিশুকন্যা নিহত, চালক আটক
বাগেরহাট-রূপসা মহাসড়কের ফকিরহাটে কাটাখালী এলাকায় ট্রাকের চাপায় সেলিনা খাতুন নামের ছয় বছরের এক শিশুকন্যা
নিহত হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহম্ম্মদ আলী জানান, বুধবার রাত ৯টার দিকে কাটাখালী বেদেপল্লীর সেলিম শেখের শিশুকন্যা
সেলিনা খাতুন রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে। এতে সে ঘটনাস্থলে
নিহত হন।
ট্রাক চালক আব্দুল্লাহ গাজী (২৮) কে পুলিশ আটক করতে সক্ষম হয়েছেন। আটককৃত চালক সাতক্ষিরা জেলার আশাশনি উপজেলার
হকারাবাদ গ্রামের সত্তার শেখের ছেলে।
পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। এ ব্যাপারে বেদেপল্লীর সর্দার মো. ইস্রাফিল নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মামলা
করেছেন।