ফকিরহাটে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ফকিরহাটে ২৯ তম জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় ফকিরহাট বাজারস্থ কেরামত আলী মার্কেট চত্বরে প্রতিযোগিতা ও পুরস্কারণী অনুষ্ঠিত হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ফকিরহাট শাখার উদ্যোগে ও আব্দুল হাকিম মাআরিফুল কুরআন মাদ্রাসার আয়োজনে উপজেলার ১৫ টি মাদ্রাসার ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পাঁচ পারা দশ পারা ও ৩০ পারা হেফজ কুরআন প্রতিযোগিতায় প্রতি শাখায় ১৫ জন করে মোট ৪৫ জন প্রতিযোগী বিজয়ী হন। বিজয়ীদের সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাগেরহাট শাখার সভাপতি হাফেজ ক্বারী মিজানুর রহমান, ফকিরহাট শাখার সভাপতি হাফেজ মাও. মুফতি নাজমুল বিন আব্দুল হাই, হাফেজ মোহাম্মদ আব্দুল হানিফ, হাফেজ মাওলানা শেখ সাদী, আব্দুল হাকিম মাআরিফুল কুরআন মাদ্রাসার সভাপতি মোস্তফা শহিদুল আলম টুকু।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are Closed