বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ভোটার দিবস-২০২১ পালিত হয়েছে। “বয়স যদি আঠারো হয়’ ‘ভোটার হতে দেরি নয়” এই শ্লোগানকে সামনে রেখে ভোটার দিবসের কার্যক্রম শুরু হয় ।
উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত ভোটার দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান।
উপজেলা নির্বাচন অফিসার সেখ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমজাদ হোসেন সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামীম, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন অফিসের অফিস সহকারি শুভেন্দু রায়, ডাটা এন্ট্রি ইরাদুল মির্জা, অনিন্দ রায়, অফিস সহায়ক আ: জলিল শেখ সহ গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা। আলোচনা সভায় শেষে নতুন ভোটারদের মাঝে স্মাার্ট কার্ড প্রদান ও নতুন ভোটারদের নিবন্ধন ও ছবি তোলা কার্যক্রম অনুষ্ঠিত হয়।