প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ
ফকিরহাটে চোরাই মদসহ রুবেল শেখকে আটক করেছ পুলিশ
ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ রুবেল শেখ (২৮) নামে এক যুবককে আটক হয়েছে। উপজেলার আট্টাকী পশ্চিম মহল্লায় ভৈরব নদীর পাশ থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আট্টাকী গ্রামের বাবু শেখের পুত্র রুবেল শেখ গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান - ফকিরহাট উপজেলায় যুব সমাজকে মরণ নেশা মাদক থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে মাদকের সাথে জরিতদের কোন ছাড় নাই।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত