ফকিরহাটে চার দলীয় হাডুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জুয়েল সিক্সার্স

ফকিরহাটে চার দলীয় হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি ২০২১ শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সাতশৈয়ায় নৈশকালীন ওই হাডুডু  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জুয়েল সিক্সার্স।

প্রতি বছরের ন্যায় গ্রামের মল্লিক পাড়ায় এ বছরও স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হাডুডু প্রতিযোগিতা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে  অত্র এলাকার পরিচিত খেলোয়াড় সমন্বয়ে গঠিত চারটি দলের ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য সুমন মল্লিক।

খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম। খেলায় রানার্সআপ হয় ইমন সিক্সার্স। খেলা পরিচালনা করেন গ্রাম পুলিশ বাবুল। আমন্ত্রিত অতিথি, হাডুডু খেলাপ্রিয় ব্যাপক সংখ্যক স্থানীয় ও দুরদুরান্তের দর্শকেরা আনন্দমুখর পরিবেশে এদিন খেলা উপভোগ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image