ফকিরহাটে ফলতিতা রমেশের পুকুরপাড় এলাকা থেকে ৫০০ গ্রাম গাজা সহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস আই বিল্লাল,হাশেম, এ এস আই মামুন সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গাজা সহ আটক করে।আটককৃতরা হলো ফলতিতা গ্রামের মৃত শাহাদাৎ হোসেন পুত্র মো আবুল হোসেন ওরফে কালু (৬০) ও যশোর জেলার অভয়নগর উপজেলার ইছামতী গ্রামের হরি চাঁদ বিশ্বাস এর ছেলে নিশিত বিশ্বাস (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম। তিনি বলেন, মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।