ফকিরহাটে নিজ বাড়িতে সিঁথি রানী ব্যাপারী (১৯) নামে এক তরুণী গলায়
ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কাথলী গ্রামে এই ঘটনা
ঘটেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জানায়, শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিঁথি
রানী ব্যাপারী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ডাক্তার জয়ন্তী পন্ডিত জানান, ওই তরুণীর গলায় যে চিহৃ পাওয়া গেছে তা দেখে প্রাথমিকভাবে
ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হসপাতালে উপস্থিত হয়ে প্রথমিক সূরোতহাল
প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। পরে আ্নী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা
হয়।
সিঁথি রানী ব্যাপারী কাথলী গ্রামের কৃষক অভিলাষ ব্যাপারীর কন্যা। সে সরকারি ফকিরহাট
ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় হতে এইচএসসি পাশ করে ডিগ্রীতে
ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। মৃতের পরিবার জানান, সিঁথি ব্যাপারীতে দীর্ঘদিন মানষিকখাবে
চিন্তিত দেখা গেছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে জানা যায়নি।
এদিকে তার আত্মহত্যার খবর পেয়ে নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর
রশিদ মুক্তিসহ অন্যান্যরা হাসপাতালে ছুটে আসেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত
করেছে। তিনি বলেন এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। #