ফকিরহাটে কৃষক মাঠ দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ফকিরহাটে সবজি ও মশলা চাষ উদ্বুদ্ধকরণে মাঠ দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন রবিবার বিকাল চারটায় উপজেলার উত্তর পাড়া পাগলা এলাকায় মাঠ দিবস ও আলোচনা সভার আয়োজন করে ফকিরহাট উপজেলা কৃষি অফিস। ২০২১-২০২২ অর্থবছরে ভাসমান বেডে সবজি ও মশলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করন প্রকল্প এর আওতায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাসরুল মিল্লাত। স্থানীয় শেখ আবু তালেব এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নুসরাত জাহান। অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার আবুল কালাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, প্রদীপ মন্ডল, শেখ বিল্লাল সহ ওই সভায় ৮০ জন কৃষক উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত ৮০ জন কৃষককেই নগদ চারশো করে টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *