ফকিরহাটে কৃষকের বসতঘরে আগুন লেগে  ব্যপক ক্ষতি, আহত-১

ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া এলাকায় আকবর আলী শেখ নামের দরীদ্র এক
কৃষকের বসতঘরে আগুন লেগে ব্যপক ক্ষতি হয়েছে। ঘটনাটি সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে
৯টার দিকে ঘটেছে।
স্থানীয়রা ধারনা করছেন বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে
পারে। আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ঘরের চারদিকে ছড়িয়ে
পড়ে। এতে ঘরের ভেতর সকল জিনিসপত্র ও মালামাল সহ দুই ঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।
স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্তলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে সবকিছু পুড়ে
ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা আকবর আলী শেখ (৬০) আহত হন। তাকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান, এই অগ্নিকান্ডের ঘটনায় তার দুই লক্ষাধিক
টাকার ক্ষতি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *