ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা লেগে ট্রাকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এসময় চালক আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রইচ কাজী (২২) রাজবাড়ী সদর উপজেলার বড়ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে। আহত ট্রাক চালক মো. আজিজ (৫৫) রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, রোববার (১২ মে) ভোর ৫টার দিকে, ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা লাগে। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। আহত ট্রাক চালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হবে তিনি জানান।