ফকিরহাটে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা  বেড়ে চলেছে : আজও এক জনের মৃত্যু হয়েছে

ফকিরহাটে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ১৭জুন বৃহস্পতিবার  ২৩জনের নমূনা পরীক্ষায় ১৫ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য  বিভাগ। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬৫ শতাংশ। এছাড়া আজ ভোর রাতে ৬০বছর বয়স্ক রুস্তুম আলী শেখ নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত তিন দিনে ফকিরহাট উপজেলায় ৩৭ জন করোনা রোগী শনাক্ত এসময় একজন নারী সহ মারা গেছে তিন জন। স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, বৃহস্পতিবার ২৩জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে শনাক্ত হয়েছে ১৫জন। এছাড়া ভোর রাতে রুস্তুম হাওলাদার নামে এক ব্যক্তি মারা গেছেন। অপরদিকে, গত ১৫ জুন মর্জিনা বেগম (৫৫) নামের একনারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া করোনা পজেটিভ রোগী নিরাপদ পাল (৮০) নেগেটিভ হওয়ার তিন দিন পর গত ১৫ জুন সন্ধ্যায় মারা গেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *