ফকিরহাটে কঠোর বিধিনিষেধ অমান্য করায় জেল ও জরিমানা 

ফকিরহাটে কঠোর বিধিনিষেধ অমান্য করায় জেল ও জরিমানা 
ফকিরহাটে কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অযথা ঘোরাফেরা করায় ১জনকে জেল ও ৮জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের ৪র্থ দিনে ফকিরহাটে বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও জনপ্রতিনিধিসহ আইনশৃখংলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন রবিবার (৪ জুলাই) বেলা ১১টার সময় বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। কঠোর বিধিনিষেধ অমান্য করায় মটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন (২৫) কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সময়ে ৮জনকে ১৩হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে ফকিরহাটে লকডাউনের ৪র্থ দিনেও রাস্তাঘাট ও বাজার গুলোতে মানুষের চলাচল কম দেখা গেছে। জরুরী সেবাদানকারী দোকানপাট ছাড়া সকল অন্যান্য দোকানপাট ও মার্কেট বন্ধ দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা খাকলেও ক্রেতা ছিল খুবই কম। সড়কে ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শুধুমাত্র জরুরি প্রয়োজনে অল্প সংখ্যক ভ্যান চলতে দেখা গেছে। তবে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট দিয়ে বয়ে যাওয়া সড়কে পন্যবাহী ট্রাক ও কাভার ভ্যান চলতে দেখা গেছে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *