ফকিরহাটে এক কেজি গাজাসহ দুই মাদককারবারী আটক
ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে এক কেজি গাজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৬ এর একটি দল।
ফকিরহাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা র্যাব-৬ এর একটি দল গোপনে খবর পেয়ে
সোমবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাটাখালী এলাকায় বিশেষ এক অভিযান
চালিয়ে গাজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
আটককৃতরা হলো খুলনা লবনচোরার জিন্নাপাড়ার হারুন মিয়ার ছেলে রিয়াজ মিয়া (৩০) ও লবনচোরার মোল্লাপাড়া এলাকার চান মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।