ফকিরহাটে উদ্বোধন করা হলো ফাই আইটি সল্যুশনের

ফকিরহাটে প্রথম বারের মত উদ্বোধন করা হলো  ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সেন্টার ফাই আইটি সল্যুশনস।
আজ সকাল ১১ টায় ফকিরহাট কাজি আজহার আলী কলেজের সামনে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ফাই আইটি সল্যুশনের প্রতিষ্ঠাতা মোঃ ইমরান এর সভাপতিত্বে এবং সাংবাদিক রামিম চৌধুরীর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু ভার্চ্যুয়ালি যুক্ত থেকে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজি আজহার আলী কলেজের উপাধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র মজুমদার, শেখ হাসিনা কারিগরি টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার সাহা, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি  এড. কাজী ইয়াছিন, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ শেখ সৈয়দ আলী,  সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা হারেজ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফাই আইটি সল্যুশন এর মাধ্যমে ফকিরহাটে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারবে মানুষ। এখান থেকে প্রশিক্ষিত হয়ে তরুনরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। এছাড়াও এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের ডিজিটালাইজেশন বাস্তবায়ন ও বেকার সমস্যার সমাধান হবে বলে মনে করেন বক্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *