প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২২, ১:৫৮ পূর্বাহ্ণ
ফকিরহাটে ঈমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাট জেলার ফকিরহাটে উপজেলা ঈমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১জুন বাদ আসর ফকিরহাট উপজেলার প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড় এলাকায় ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ) কে কটুক্তি ও অবমাননা করার প্রতিবাদে নুপুর শর্মা সহ দোষীদের শাস্তির দাবিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলা ইমাম পরিষদ কতৃক আহুত সমাবেশে এদিন বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা হতে সংগঠনের নেতৃত্বে ইসলাম প্রিয় তৌহিদী জনতা জড়ো হতে হতে ডাকবাংলো মোড় এলাকা জনতার সমুদ্রে পরিনত হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি ফকিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে সমাবেশে পরিনত হয়। সমাবেশে দোষীদের শাস্তির দাবিতে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাও: আবুল হাসান, সিনি:সহ সভাপতি হাফেজ কারী শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক: হাফেজ বেলাল হুসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওঃ মুস্তাকিম বিল্লাহ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওঃআবু সাঈদ সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত