ফকিরহাটে ইয়াবা সেবনকারিকে কারাদন্ড
ফকিরহাটে লখপুর এলাকায় মো. মাসুম হাওলাদার (৩৮) নামের এক ইয়াবা ট্যাবলেট সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে গোপনে সংবাদ পেয়ে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার একটি দল লখপুর এলাকায় অভিযান চালিয়ে ৪পিচ ইয়াবা ট্যালেট সহ মাসুম হাওলাদারকে আটক করে।
আটককৃত ইয়াবাসেবনকারি রূপসার বাগমার গ্রামের মৃত মো.হানিফ হাওলাদারের ছেলে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট সানজিদা বেগম আটককৃতকে এই সাজা প্রদান করেন। এসময় খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোসা. রাজিয়া খাতুন সহ সংগীয় ফোস উপস্থিত ছিলেন। #