ফকিরহাটে ইউনিয়ন ভিত্তিক (কোভিড-১৯) এর গনটিকা প্রদানের কার্যক্রম শুরু


ফকিরহাট উপজেলার ৮ টি ইউনিয়নে প্রতিটা কেন্দ্রে (কোভিড-১৯) এর টিকা প্রদান শুরু হয়েছে। টিকা প্রদানের কার্যক্রম শনিবার সকাল ৯ টা হতে বিকাল ৩টা পর্যন্ত চলবে।করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার ফকিরহাটে
প্রতিটা কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক নিবন্ধিত ৬শত জনকে করোনা টিকা প্রদান করা হবে। টিকা প্রদানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা,বৃদ্ধ, প্রতিবন্ধি, অসুস্থ্য ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান। তিনি আরো জানান স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে হবে। টিকা গ্রহণের জন্য সুরক্ষা এ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। টিকার নিবন্ধন কার্ড সংগে আনতে হবে। নিবন্ধনকারীদের সংখ্যা ৬০০ জনের বেশি হলে তারাও পরবর্তী সময়ে টিকা গ্রহণ করতে পারবেন। টিকা কার্যক্রম চলমান থাকবে।
স্বেচ্ছাসেবী হিসেবে সদর ইউনিয়নের টিকা কেন্দ্রে সার্বিক সহযোগীতা করছেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সহ অনন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।