প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৪:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২১, ৮:৪৫ অপরাহ্ণ
ফকিরহাটে ইউএনও কর্তৃক হোটেলের গ্লাস ভেঙে ফেলা ও খাবার নষ্টের অভিযোগ

ফকিরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম কর্তৃক হোটেলের গ্লাস ভেঙে ফেলা, খাবার নষ্ট করা ও জরিমানা আদায়ের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় বিশ্বরোড মোড় এলাকায় হোটেল রূপসী বাংলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলে কোন দরজা না থাকায় প্রবেশদ্বার তাবু দিয়ে আটকানো ছিলো। সন্ধ্যা ৬.৩০ এর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এসে নিজেই পর্দা ছিড়ে ঢুকতে যান এবং সামনে থাকা একটি আলমারির গ্লাস ভেঙে যায়। এরপর তিনি দোকানের খাবারের তিনটি ট্রে'র ভেতর পানি দিয়ে তরকারি নষ্ট করে দেন। এছাড়াও জরিমানা করেন এক হাজার টাকা। এছাড়াও তার বিরুদ্ধে মিষ্টির দোকানদারকে মারধোর ও চায়ের দোকানদারদের কেটলি ফেলে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে হোটেল কতৃপক্ষ জানায়, লকডাউনে মন্ত্রীপরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত হোটেল খোলা (টেকওয়ে বা অনলাইন মাধ্যমে) রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা মেনেই চলছি। কিন্তু তিনি কেন এই কাজ করলেন তা আমাদের জানা নেই। দোকানের খাবার নষ্ট করা ও গ্লাস ভাংচুরের ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম জানান, ওই হোটেলে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা হয়েছে। একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য এটি করা হয়েছে বলে জানান তিনি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত