ফকিরহাটে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ অব্যাহত, আদালত এবং থানার নির্দেশ মানছেনা প্রতিপক্ষরা.. 

ফকিরহাটের  সৈয়দ মহল্লা  গ্রামে  আদালতের নির্দেশ অমান্য করে  ভবন নির্মাণ অব্যাহত রেখেছে প্রতিপক্ষরা,ফলে  শান্তি-শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  ঘটনার বিবরণে জানা যায়-  ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের সৈয়দ বেলাল মাহামুদ আলীর পিতা সৈয়দ মোতাহার আলী মূলঘর মৌজার সিএস- ১১৪২,এসএ-৯৭৩ এবং বি আর এস-৪৫৭ নং খতিয়ানের সাবেক ১৫৫৫, হাল ২৫৬৬ নং  দাগে .৩৫ একর সম্পত্তির  মধ্যে  .১৪’৪০ একর জমি ক্রয় সূত্রে  প্রাপ্ত হন। দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ওই সম্পত্তি  নির্বিঘ্নে, নিরবিচ্ছিন্ন ও শান্তিপূর্ণ ভোগ দখলে থাকাকালীন ওই জমিতে গৃহাদি নির্মাণে ডাঙ্গা  ও বাগান খন্ডের ফলজ বনজ বৃক্ষ রোপন করিয়া ওই সম্পত্তি ভোগ দখল করিয়া আসিতেছিলেন।
ওই জমিতে  বিবাদীপক্ষ বাদীদের যাতায়াত পথ বন্ধ করে দিয়ে ভবন নির্মাণ করছেন। সে কারণে বাদী আদালতের শরণাপন্ন হন। বিবাদী আবুবক্কার শেখ, আকরাম শেখ আর্থিক ভাবে সমৃদ্ধশালী ও দলীয় জনবলে সুবিধা জনক অবস্থানে থাকায় বিবাদীগন অন্যায় ভাবে জোর জুলুম করে তফসিল বর্ণিত জমি থেকে বাদীকে উচ্ছেদ করার হীন চক্রান্ত করতে থাকেন। গত ১৬ জুলাই সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় বিবাদীগন  অজ্ঞাত পরিচয়ের কিছু লোক নিয়ে তফসিল বর্ণিত জমিতে হাজির হইয়া দা,সাবল, লোহার রড, বাঁশের লাঠি হাতে নিয়ে বাদীপক্ষের জমিতে অনধিকার প্রবেশ করিয়া ভাঙচুর করতে উদ্যত হয়। বাদীকে খুন-জখম করার হুমকি দেয়।
বিবাদীদের এহেন কর্মকান্ডে বাদী ভীত  সন্ত্রস্ত হইয়া চিৎকার দিলে সাক্ষীগণ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে বাদীকে উদ্ধার করে। বিবাদী গন চলে যাবার সময় এই বলে হুমকি দেয় যে, ওই জমিসহ ডাঙ্গা জমি তারা দখল করবেই। বিবাদীদের এহেন হুমকিতে বাদী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তফসিল বর্ণিত জমিতে যে কোনো সময় গুরুতর শান্তি-শৃঙ্খলা বিনষ্টের সম্ভাবনা রয়েছে। সৈয়দ বেলাল মাহামুদ গত ইং ১৭/৭/২২ ইং তারিখ বিবাদী আবুবক্কার শেখ সহ ৫ জনের বিরুদ্ধে জেলা বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিস-১১৫৭/২২ (ফকিরহাট), ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় একটি মোকদ্দমা দায়ের করেন।
গত ইং ২৪/৭/২২ ইং তারিখ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নালিশি জমিতে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য ওসি ফকিরহাট থানা কে নির্দেশ প্রদান করেন । থানার অফিসার ইনচার্জ তফসিল বর্ণিত জমিতে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে আদালতের নির্দেশ মোতাবেক  ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও বিবাদীগন তাদের ভবন তৈরির কাজ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। দলীয় ক্ষমতার দাপটে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাদীগন আদালত এবং থানার নির্দেশ অমান্য করে চলেছেন। ভুক্তভোগী  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *