ফকিরহাটের সোমা ভট্টাচার্য্য ৯১ ভাগ ভোট পেয়ে সদস্য নির্বাচিত
সারা দেশের ন্যায় বাগেরহাট জেলা পরিষদ নির্বাচন সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী উপজেলা নিয়ে সংরক্ষিত মহিলা আসনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে ফকিরহাট উপজেলার সোমা ভট্টাচার্য্য হরিণ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। সোমা ভট্টাচার্য্য হরিণ প্রতীকে ফকিরহাটে ১০৪ ভোট, মোল্লাহাটে ৮৫ ভোট ও চিতলমারীতে ৭২ ভোট পেয়েছেন। তিন উপজেলায় ২৯৫ ভোটের মধ্যে ২৮৭টি ভোট প্রদান করেন জনপ্রতিনিধিরা। তার মধ্যে ২৬১ ভোট পেয়ে সোমা ভট্টাচার্য্য জয়লাভ করেন। প্রদত্ত ভোটের শতকরা ৯১ভাগ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী জাকিয়া বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ফকিরহাটে ০৩ ভোট, মোল্লাহাটে ০১ ভোট ও চিতলমারীতে ২২ ভোট পেয়েছেন। তার মোট ভোটের সংখ্যা ২৬টি।
এছাড়া ফকিরহাটের সাধারণ সদস্য পদে শেখ আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।