ফকিরহাটের শুভদিয়ায় প্রতিপক্ষের হামলার ঘটনায় থানায় দায়ের।
ফকিরহাট উপজেলার ৮নং শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুত্বর আহত হয়েছে মোঃ হেদায়েত আলী শেখ(৪০)। গত ৬ অক্টোবর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে একই এলাকার ৭/৮ জন মিলে অতর্কিত হামলা চালায় বলে ভুক্তভুগীর পরিবার জানায়।
আহত ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং গুরুত্বর জখম অবস্থায় মোঃ হেদায়েত আলী শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় সেখানে ভর্তি করেন। পরিবর্তিতে আহত ব্যক্তির বাড়িতেও ভাংচুর করেছে বলে অভিযোগ রয়েছে।
ফকিরহাট মডেল থানায় গত ১০ অক্টোবর আহত মোঃ হেদায়েত আলী শেখ নিজে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন শুভদদিয়া ইউনিয়নের দেওয়াপাড়া গ্রামের মোঃ কওসার আলী শেখের পুত্র মোঃ খিলাফাত শেখ(৪৫),মোঃ মান্নান শেখের পুত্র মোঃ হোসেন শেখ(৩৫),মোঃ আলী মোল্লার পুত্র মোঃ হাছিপ মোল্লা(২৮),মোঃ মজিদ শেখের পুত্র মোঃ মনি শেখ(৩৫),মোঃ খিলাফাত শেখের পুত্র মোঃ চঞ্চল শেখ(২০),মৃত মোঃ ছোট্ট শেখের পুত্র মোঃ রফিকুল শেখ(২৬),মোঃ খিলাফাত শেখের পুত্র মোঃ তালিম শেখ(২৬)। যার ফকিরহাট থানার মামলা নং-০৮।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ রফিকুল ইসলাম জানান -ভুক্তভুগী নিজে বাদী হয়ে থানায় মামলা করেছে। আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি দ্রত আসামীদের আটক করা হবে বলে জানান।