প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ
ফকিরহাটের বেতাগা ইউপির অর্জন সম্প্রকীত মতবিনিময়
৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে অংশগ্রহনকারী (বি.সি.এস) কর্মকর্তাবৃন্দের সঙ্গে ফকিরহাটের বেতাগা
ইউনিয়ন পরিষদের অর্জন, কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার
সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) খোন্দকার মোঃ রিজাউল করিম। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
সহকারী কমিশনার সঞ্জয় দাশ, সহকারী কমিশনার ইসরাত জাহান, সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু, সহকারী কর কমিশনার ইনজামান উল হক,
সহকারী কমিশনার মোহাম্মদ আসলাম সারোয়ার, সহকারী কমিশনার শামস শাহাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার পায়রা চৌধুরী, সহকারী
কমিশনার তানভীর হাসান তুরান, সহকারী কমিশনার সৌম্য চৌধুরী, সহকারী মহা হিসাব রক্ষক আতিক মাহমুদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন
সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মো. নাজমুল হুদা। অনুষ্ঠানের শেষে বেতাগা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকলকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত