প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২১, ৭:২৩ অপরাহ্ণ
ফকিরহাটের বাহিরদিয়া মানসা ইউনিয়নে দি হাঙ্গার প্রজেক্ট-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
দি হাঙ্গার প্রজেক্ট-এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য ও পেশাজিবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট সোমবার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসায়
সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বাহিরদিয়া মানসা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ফকির, জেলা সহিংস উগ্রপন্থা কমিটির সহাসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপু এবং প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা মিনাসহ
ব্রেভ প্রকল্পের মাষ্টার ট্রেনার, মেন্টর, নারীনেত্রী, ইয়ুথসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী জামিলা আক্তার এবং ইউনিয়ন সমন্বকারী মনিরা খাতুন। এ সময় উপজেলা সমন্বয়কারী গত
একবছরের অর্জন ও পরবর্তী একবছরের পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় করোনাকালীন সময়ে ব্রেভ প্রকল্পের তরুণ সদস্যদের উদ্যোগে যে সকল কাজ হয়েছে তাও তুলে ধরা হয়। অতপর অংশগ্রহণকারীদের মধ্যে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে সকলেই প্রকল্পের করোনাকালীন সব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন চেয়ারম্যান
রেজাউল করিম ফকির বলেন “সাম্প্রদায়িকতা বিনষ্ট করার জন্য রাজনৈতিক দল দায়ী। কিন্তু তা আমাদের কাম্য নয়। আমাদের সন্তানদের দিকে নজর দিতে হবে, যাতে করে তার কোনো অন্যায়ের সাথে যুক্ত না হয়। সহিংসতা ও উগ্রবাদ নিরসনে আমাদের
সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এটা নিশ্চিত করতে হবে”। জেলা সহিংসতা নিরসন কমিটি সহ সভাপতি আলতাফ হোসেন টিপু বলেন “কোন উগ্রবাদী গোষ্ঠী যাতে বাংলাদেশে কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তৃণমূল থেকে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এই প্রকল্প অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। একজন সুনাগরিক হিসেবে আমাদের
সকলের দায়িত্ব দি হাঙ্গার প্রজেক্ট-এর এই জাগরণকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়া”। এছাড়া আরো বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়করী নাজমুল হুদা, সাংবাদিক শেখ আসাদুজ্জামান আসাদ, শেখ সৈয়দ আলী,ইউপি সদস্য রবিন্দ্র্রনাথ হালদার পুরোহিত, শিক্ষকবৃন্দ প্রমুখ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত