ফকিরহাটের ফলতিতা এলাকায় প্রতিপক্ষের হামলায় তিন ভাই আহত


ফকিরহাটের ফলতিতা বাজারে আর্থিক নেল-দেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের হামলায় তিন ভাই আহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার (১লা জুন) বেলা ১১টার দিকে ফলতিতা বাজার এলাকা ঘটেছে। ভুক্তভোগীরা জানায়, মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের ইউপি সদস্য
অমিতের নেতৃত্বে মঙ্গল গোলদার এবং তার দুই ছেলে সাগর গোলদার ও দীনেশ গোলদারসহ ৭/৮জন মিলিত হয়ে অতর্কিত হামলা চালায় মুলঘরের শিয়ালীকান্দা গ্রামের মিল্টন বিশ্বাসের (২৩) উপর । মিল্টন বিশ্বাসের দুই ভাই আশিষ বিশ্বাস ও বাবু বিশ্বাস ঠেকাতে এলে তাদের উপরও হামলা চালায় হয়।
এতে আশিষ বিশ্বাসের মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এবং পায়ে মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অপর দুই ভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে। ভুক্তভোগীরা জানায়, মঙ্গল গোলদারের সঙ্গে বাবু বিশ্বাসের ব্যবসায়ীক লেনদেন রয়েছে। তারই জের ধরে মঙ্গল গোলদার এদিন বাবু
বিশ্বাসকে না পেয়ে তার ছোট ভাই মিল্টনকে বলে তোর ভাইয়ের কাছে টাকা পাব। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাকে মারপিট শুরু করে। পরে অন্য দুই ভাই আসলে তাদেরকেও মারপিট করা হয়। এ ব্যাপারে অমিত মেম্বরের বলেন আশিষ এবং মঙ্গলের সাথে এরকম একটা মারামারির কথা শুনে আমি ঘটনাস্থলে যাই। এর বেশি আমি কিছু বলতে পারব না।