ফকিরহাটের কাথলী ৬ষ্ঠ গীতা শিক্ষা কেন্দ্রের শুভ  উদ্বোধন 

ফকিরহাট উপজেলার কাথলী কালীতলা মন্দিরে শুক্রবার বিকেল ৫টায় ৬ষ্ঠ গীতা শিক্ষা কেদ্রের শুভ
উদ্বোধন করা হয়েছে।
ফকিরহাট সনাতন জাগরণী সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জনন করে শুভ উদ্বোধন
করেন প্রধান অথিতি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন খুবির
ট্রেজারার অমিত রায় চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি
চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, উপজেলা
পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনোতোষ রায় কেষ্ট, ডা. কমলেশ সাহা, উপজেলা সদর সার্বজনীন
মন্দিরের সাধারন সম্পাদক নির্মল দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুরারী মোহন
পাল, কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য মিন্টু বৈরাগী,
সনাতন জাগরণী সংঘের সাধারন সম্পাদক আনন্দ দে।
কাথলী কালীতলা মন্দিরের সভাপতি স্বন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাতন
জাগরণী সংঘের সভাপতি বাপ্পা দত্ত। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন পার্থ বিশ্বাস ও তরুন মূখার্জী।
এসময় সনাতন জাগরণী সংঘের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *