প্রয়াত সাংবাদিক ইকবাল হোসেন রুমি ও সাংবাদিক মাসুদ পারভেজের মায়ের রুহের মাগফেরাত কামনায় স্মরনসভা ও দোয়া মাহফিল 

প্রয়াত সাংবাদিক ইকবাল হোসেন রুমি এবং বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মোস্তফা জামানের বোন ও মোহনা টিভির গোপালগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মাসুদ পারভেজের মায়ের আত্মার মাগফেরাত কামনায় স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জের আয়োজনে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ফরিদ আহমেদ, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এস এম জাহাঙ্গীর হোসেন, দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সাংবাদিক হুমায়ুন কবির, নিতিশ চন্দ্র বিশ্বাস, নুতন শেখ, সমর বাইন, সেলিম রেজা, সাবেত আহমেদ, বাধন শেখ, মাসুদ পারভেজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *