গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মরত সাংবাদিকদের (প্রেসক্লাব টুঙ্গিপাড়ার) সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় টুঙ্গিপাড়া থানায় এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বিএম গোলাম কাদের, সাধারণ সম্পাদক এসএম তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, এম,ডি মাহাবুবুর রহমান (মুরাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ কামরুল শেখ, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী বিশ্বাস মাসুম, মোঃ আফজাল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ বিএম শামীম, দপ্তর সম্পাদক, হাবিবুল্লাহ খান, উপ-দপ্তর সম্পাদক, মাখন অধিকারী মিন্টু, প্রচার সম্পাদক ফারহান লাবিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, নির্বাহী সদস্য, মো. জামাল সরদার, মোঃ বিপ্লব হোসেন, সৈয়দ আল-আমিন, মোঃ আব্দুল হাকিম, মঈনুল ইসলাম, পারভেজ, তুহিব্বুল ইসলাম, তানজিম হাসান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর তদন্ত এস এম কামাল হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সাংবাদিকরা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবাগত অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। টুঙ্গিপাড়া থানায় আমি নতুন যোগদান করেছি। থানার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্ত বায়নের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সকল বাধা অতিক্রম করে জাতীয় স্বার্থে কাজ করার অঙ্গীকার সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই একটি অপরাধ মুক্ত ও মাদকমুক্ত থানা গড়ে তুলতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি টুঙ্গিপাড়া থানায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।