প্রেসক্লাব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা বিএম গোলাম কাদের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক শতবর্ষের সম্পাদক এস এম তরিকুল ইসলাম ।
এর আগে ২২ মার্চ বুধবার রাতে প্রেসক্লাবে অনুষ্ঠিত এক বিশেষ অধিবেশনে পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি বিএম গোলাম কাদের। পরে বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট প্রক্রিয়ার মাধ্যমে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মুকুল ৩৫ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিএম গোলাম কাদের, দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূনরায় সভাপতি নির্বাচিত হন এবং দৈনিক শতবর্ষের সম্পাদক এসএম তরিকুল ইসলাম উপস্থিত সদস্যদের কন্ঠভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
৩৫ সদস্যের প্রেসক্লাব টুঙ্গিপাড়ার কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সহ-সভাপতি এসএম বিপুল ইসলাম, মইনুল ইসলাম অপু, মাহাবুব হোসেন মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মাদ মামুন, মো.কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী বিশ্বাস মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ বিএম শামীম, দপ্তর সম্পাদক মাখন অধিকারী মিন্টু, প্রচার সম্পাদক ফারহান লাবিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাফুজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. হাবিবুল্লাহ শেখ, নির্বাহী সদস্য রেজাউল হক বিশ্বাস, সৈয়দ শুকুর আলী (শুভ), প্রিন্স হোসেন বাবু, মো. শামীম হাসান (ছাদ্দাম), প্রদীপ কুমার জয়ধর (সুভাষ), শ্যামল কান্তি জয়ধর, বাবুল হোসেন, শ্যামল কান্তি নাগ, মো. জামাল সরদার, মো. বিপ্লব হোসেন, সৈয়দ আল-আমিন, মো. আব্দুল হাকিম, মঈনুল ইসলাম, মো. রবিউল ইসলাম, পারভেজ, তুহিব্বুল ইসলাম, তানজিম হাসান প্রমূখ।