প্রেসক্লাব টুঙ্গিপাড়ার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পেসক্লাবে  ইফতার  দোয়া ও আলোচানা সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) প্রেসক্লাব টুঙ্গিপাড়ার কার্যালয়ে  দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মুক্তিযোদ্ধা সংগঠন, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত হয়।

প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বি,এম গোলাম কাদের এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও (দৈনিক শতবর্ষের সম্পাদক) এসএম তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি, শেখ সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,মোঃ ফোরকান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সৈয়দ মুরাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাব টুঙ্গিপাড়ার কার্যনির্বাহী সদস্য মোঃ রেজাউল হক বিশ্বাস, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান, বিটিভি টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ ও নবধারার সম্পাদক, মেহেদী হাসান, সাংবাদিক সমর বাইন, মেরাজুল ইসলাম, প্রেসক্লাব টুঙ্গিপাড়ার, সিনিয়র সহ-সভাপতি, শওকাত হোসেন মুকুল, চিতলমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুগান্তরের প্রতিনিধিঃ সফিকুল ইসলাম সাফা, সাংবাদিক কামরুজ্জামান, সাউদার্ণ জার্নালিষ্ট ইউনিটির সংগঠনিক সম্পাদক, সোহেল খান, প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি, এম ডি মাহাবুবুর রহমান মুরাদ,  টুঙ্গিপাড়া পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ চান মিয়া শেখ, সহ জেলার সকল শ্রেনির পেশার মানুষ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

এসময় পবিত্র কুরআন তেলাওয়াত ও দুরুদ পাঠ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *