প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২০, ১:৫২ অপরাহ্ণ
প্রিয় তুমি

প্রিয়জন তুমি আমার
প্রিয় মানুষ তুমি,
প্রিয় মুখের হাসি যে আমি
কত ভালোবাসি।
প্রিয় তুমি দেখছো কি আজ
তাঁরা ভরা রাত,
আমি প্রিয় দেখছি শুধু তাঁরা ভরা আকাশে
তোমার প্রিয় মুখ।
জোছনা ভরা রাতে
আজ
দেখছি তোমার ছায়া,
পারছিনা প্রিয় ধরতে তোমায়
সবই যেন মায়া।
কোন মায়াজালে
বাঁধলে প্রিয়
পারিনা বাঁধন ছিঁড়তে,
বাঁধা পরে গেছি প্রিয়
প্রিয় মুখের হাসিতে।
ভালোবাসি প্রিয়
তোমায়
জানো কি গো তুমি?
প্রিয়জনকে ভালোবাসি
প্রিয় মানুষ তুমি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত