প্রিয় নেতা তোফায়েল আহমেদ সুস্থ আছেন মাশাল্লাহ _ প্রেস মিনিস্টার শাবান মাহমুদ


বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা তোফায়েল আহমেদের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানাগেছে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুকে দিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদের আপলোডকৃত পোস্টটি হুবহু পাঠক ও শুভানুধ্যায়ীদের জন্য নিচে তুলে ধরা হয়েছে আমাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা মাশাল্লাহ স্থিতিশীল। দিল্লীর অদূরে হরিয়ানার গুরগাও এলাকায় মেডেনটা হাসপাতালে সেখানকার নিউরো মেডিসিন বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের অধীনে তোফায়েল আহমেদের চিকিৎসা চলছে।
দুপুরে ভারতে বাংলাদেশ হাই কমিশনের মান্যবর হাই কমিশনার মুহাম্মদ ইমরান প্রিয় নেতা তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। তিনি এখন ভালো আছেন, তার জন্য সবাই দোয়া করবেন