নড়াইল, বিশেষ প্রতিনিধিঃ বেশ দীর্ঘকাল ধরে বাংলাদেশে সম্মুখ হত্যা বা গুপ্তহত্যার উপরে পত্র পত্রিকা গুলোতে হরদম লেখা হচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থাও এর বিরুদ্ধে কথা বলছে। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। বেড়েই চলেছে ভয়াল এবং ঘৃণিত এই কাজ। তার অরো বড় একটি উদাহরণ লড়াইলের মিজানুর হত্যা। দীর্ঘ এক বছর পর আজ হত্যাকারী কে ধরতে সক্ষম হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির (লিটু)'কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। উপজেলার নোয়াগ্রামের কুয়েত প্রবাসী ও কুয়েত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,' রোববার (২৮ জুন) বিকালে লিটুকে নড়াইল শহরের বাসা থেকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। উল্লেখ্য,' ২০১৯ সালের ২৭ এপ্রিল উপজেলার নোয়াগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে প্রবাসী সৈয়দ মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।মিজানুর নোয়াগ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে। হত্যাকান্ডের মাস খানেক আগে মিজানুর রহমান কুয়েত থেকে বাড়িতে আসেন। হত্যাকান্ডের পরদিন সৈয়দ ফয়জুল আমির লিটুসহ ৪৯ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়।