প্রবাসী স্বামী ঠিকমতো টাকা না পাঠানোয় পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না স্ত্রী। এছাড়া কয়েকদিন ধরে শারীরিক জ্বালাপোড়া রোগে ভুগছিলেন। তাই মানসিক দুশ্চিন্তা ও অসুস্থতার কারণে ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন কোহিনুর বেগম (৪২) নামের গৃহবধূ।
বৃহস্পতিবার রাত ৩ টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের বাঘিয়ারকুল গ্রামে এঘটনা ঘটে। মৃত কোহিনুর বেগম ঐ গ্রামের ওমান প্রবাসী বশির বিশ্বাসের স্ত্রী।
এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী বলেন, গৃহবধূর স্বামী কিছু লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ওমানে যান। এরপর থেকে তিনি নিয়মিত টাকা পাঠালে তার স্ত্রী পাওনাদারদের টাকা অল্প অল্প করে শোধ করতেন। কিন্তু হঠাৎ তার স্বামী ঠিকমতো টাকা পাঠাচ্ছিলেন না। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এরমধ্যে আবার কোহিনুর বেগম কিছুদিন ধরে শারীরিক জ্বালাপোড়া রোগে ভুগছিলেন। তাই মানসিক দুশ্চিন্তা ও অসুস্থতার কারনে ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন।
এসআই মহসিন আরও বলেন, স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে আসে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।