প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৩, ১:২৪ পূর্বাহ্ণ
প্রবাসীর কন্যার বিয়ে; দলীয় মিলন মেলায় পরিণত
সমাজের আর দশটি বিয়ের মত নয় ইতালি প্রবাসী মোঃ মাসুদ মিয়ার বড় মেয়ের বিবাহ সম্পন্ন হল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। বধু বেশে মারিয়া আক্তার এর বিবাহ উপলক্ষে কি ছিল না এই অনুষ্ঠানে!! ইতালি প্রবাসী মোঃ মাসুদ মিয়া তার আদরের বড় মেয়ে এর বিয়েতে সব ধরনের আয়োজন করেছিলেন। ঘাটতি ছিল না উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের।
গায়ে হলুদের অনুষ্ঠানে শুধু আত্মীয়-স্বজন নয়, পাত্রীর বন্ধুবান্ধব, বরপক্ষের অতিথি বৃন্দ সহ গ্রামের সব শ্রেণীর পেশার মানুষ নেচে গেয়ে আনন্দ উল্লাস করে মারিয়া আক্তারের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন করে।
শুক্রবার বাদ জুম্মা মাদারীপুর জেলার নুর ইসলাম বেপারী এর ছেলে মোঃ শাহ আলম বেপারী এর সাথে আনুষ্ঠানিকভাবে প্রবাসী মাসুদ মিয়ার বড় মেয়ে মারিয়া আক্তারের বিবাহ সম্পন্ন হয়। মাদারীপুর উপজেলার রাজৈর এর টেকেরহাট বাস স্টান্ডে অবস্থিত কিং রেস্তোরা এন্ড কমিউনিটি সেন্টারে উক্ত বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেয়ের ছোট চাচা মুকসুদপুর উপজেলার কাসালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ইয়াকুব আলী এর নেতৃত্বে, সার্বিক তত্ত্বাবধানে ও আন্তরিক প্রচেষ্টায় উক্ত বিবাহের সব ধরনের কাজ সুন্দর ভাবে সম্পন্ন হয়।
এদিন বরবেশে ফুড ইন্সপেক্টর, মোঃ শাহ আলম বেপারী ও বধূ বেশে ল্যাব এসিস্টান্ড, এম কে বি এইচ উচ্চ বিদ্যালয় এর মারিয়া আক্তার ইসলাম ধর্মীয় মোতাবেক স্থানীয় কাজীর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বরযাত্রীদের গ্রহণ করে নিতে মেয়ে পক্ষের আত্মীয়-স্বজন এবং সর্বোচ্চ সেবা প্রদান করতে একদল সু প্রশিক্ষিত ক্যাটারিং সার্ভিস এজেন্ট প্রস্তুত ছিলেন।
জুম্মা নামাজ বাদ গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে বর ও কনেকে আশীর্বাদ করতে সশরীরে এসে প্রবাসী মাসুদ মিয়ার আমন্ত্রণ কবুল করে বিবাহ স্থলে হাজির হন। এ সময় মেয়ের ছোট চাচা মুকসুদপুর উপজেলার কাসালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ইয়াকুব আলী সহ অন্যান্য আত্মীয়-স্বজন তাদের সাদরে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠানে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন
নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত এমপি ফারুক খান এর মেয়ে সুচিন্তা ফাউন্ডেশন এর যুগ্ন আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির যুগ্ম আহ্বায়ক কানতারা খান,
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও রাঘদী ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমান টুটুল, যুগ্ম সাধারন সম্পাদক এমএম মহিউদ্দীন আহম্মেদ মুক্ত মুন্সী, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বারবার নির্বাচিত চেয়ারম্যান কাশালিয়া ইউনিয়ন মোঃ সিরাজুল ইসলাম মিয়া, মুকসুদপুর উপজেলা ক্রিয়া সংস্থা এর সাধারণ সম্পাদক কুটি খান, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্লা, সাধারণ সম্পাদক জব্বারুল আলম মাহফুজ,
মাদারীপুর জেলার রাজৈর উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক বারবার নির্বাচিত চেয়ারম্যান আমগ্রাম ইউনিয়ন পরিষদ মোঃ জমির উদদীন খান সহ অন্যান্য নেতাকর্মী।
এ সময় গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার বিভিন্ন নেতাকর্মীদের আগমনে মুখরিত হয়ে ওঠে এখানকার পরিবেশ। দুই জেলার নেতাকর্মীগণ পরস্পর ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় দেশের বাইরে থেকে কনের অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ভার্চুয়াল মাধ্যমে বর কনে কে আশীর্বাদ করেন। উপস্থিত সকলেই নব দম্পতিকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। অনুষ্ঠানে বরপক্ষ ও কনে পক্ষের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। পরে সকলে মিলে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত শুভ বিবাহ অনুষ্ঠান শেষ হয়। সকলের শুভকামনা ও ভালোবাসায় সিক্ত হয় নব দম্পতি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত