প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর উপলক্ষে “টুঙ্গিপাড়া ঃ হৃদয়ে পিতৃভ’মি”- শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হযেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এ উদ্যোগে এ সভার আযোজন করে।
সভায় প্রধান অতিথি ীচলেন ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ খরিলুর রহমান।
জেলা প্রশাক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওযামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খানসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় মুজিব বর্ষের সমাপনি অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারী টুঙ্গিপাড়া সফর করবেন।
এসময় টুঙ্গিপাড়ায় ২ দিন ব্যাপি আলোচনা সভা ও ৭দিন ব্যাপি আন্তর্জাতিক লোকজ মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফর উপলক্ষে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।