গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতি বছরের মতো এ বছরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৭ই মার্চ) সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এরপর বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন।
জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।
এছাড়া টুঙ্গিপাড়ায় দিবসটি উদযাপনে মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু প্রতিনিধির বক্তব্য, বঙ্গবন্ধু ও শিশু অধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কাব্যনৃত্যগীতি আলেখ্যানুষ্ঠান এবং বই মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করবেন।
এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এলাকাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, শোভাবর্ধণের কাজ সম্পন্ন হয়েছে। শিশু সমাবেশের মঞ্চ এবং বই মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তাবলয়ে আবদ্ধ করা হয়েছে টুঙ্গিপাড়াপাকে। নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। বর্ণিল আলো, পোস্টার,ফেস্টুন আর আলপনায় ছেঁয়ে গেছে টুঙ্গিপাড়ার রাস্তা ঘাট সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ভবন গুলো। জাতির পিতার জন্মদিনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জন-মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার।