প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কাশিয়ানীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা
প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পল্লী সঞ্চয় ব্যাংক, বর্তমানে (আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির কার্যক্রম বৃদ্ধির জন্য ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর  সভাপতিত্বে আজ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক সাহিদা সুলতানা, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে আলোচনা করেন,
এ সময় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তারা হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, এই সভায় বক্তব্য প্রদান করেন,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন সিকদার, সহ সকল ইউনিয়ন এর চেয়ারম্যান বিন্দু, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খান সহ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মী


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *