প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বরিশালে প্রশিক্ষন কর্মশালা


প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরিশালে।
আজ বৃহস্পতিবার ৯ জুন সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
আয়েজিত দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে.এস. এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক ও সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা এবং সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
পরে ফোকাস গ্রুপ ডিসকাশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। দশটি উদ্যোগ হলো আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। এই ১০টি বিশেষ উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে বর্তমান সরকার।