প্রধানমন্ত্রীর সাংবাদিকদের অনুদান চেক বিতরণ

অসুস্থ, দু:স্থ, আহত ও অসচ্ছল ৪৪৮ জন সাংবাদিকের মাঝে ৩৩ কোটি ৪১ লাখ টাকা বিতরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে সাংবাদিকদের অনুদান চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব ওমর ফারুক, সাবেক সভাপতি জনাব মঞ্জুর আহসান বুলবুল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব সুভাষ চন্দ (বাদল) প্রমুখ।

এসময় গোপালগঞ্জ থেকে সাংবাদিকদের পক্ষে অনুদান চেক গ্রহণ করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *