প্রধানমন্ত্রীর মামা টুঙ্গিপাড়ার সাবেক পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা আর নেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামা টুঙ্গিপাড়া পৌর সভার সাবেক মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন.. আজ মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি শারীরিকভাবে অসুস্থ হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবনতি হলে পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রিয় মেয়রের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে টুঙ্গিপাড়া পৌর সভার সাবেক মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), গোপালগঞ্জের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে যুগ্মসচিব) মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম), জেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, সদর উপজেলা আ. লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, অফিসার ইনচার্জ কে এম সুলতান মাহমুদ, পৌর আ. লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস সহ বাংলাদেশ আ. লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *