প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সন্তান সামা হোসাইন এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান তাইকা লিলি রেহানা সিদ্দিক -এর শুভজন্মদিন উপলক্ষে গতকাল শনিবার (২৪ এপ্রিল) টুঙ্গিপাড়ায় এতিম শিশুদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের আয়োজনে শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রায় ৩০০ এতিম শিশু সহ মোট ৪০০ জনের মাঝে রকমারি ইফতার ও বিশেষ খাবাার (কাচ্চি বিরিয়ানি) বিতরণ করা হয়েছে।
পবিত্র ইফতারের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই নাতনি'র জন্মদিন উপলক্ষে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতুষ্পুত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে এতিম শিশুদের আনন্দের মাত্রা আরো বেড়ে যায়।
এছাড়া উক্ত ইফতার মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম, সাবেক মেয়র মোঃ ইলিয়াছ হোসেন, শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাস কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশীদ, হাউজ প্যারেন্ট মোঃ কামরুজ্জামান ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শুকুর শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস, পাটগাতি ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মোল্লা সহ শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রায় ৩০০ নিবাসী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাগরিবের নামাজ আদায়ের পর শেখ সারহান নাসের তন্ময় এমপি এতিম শিশুদের নিয়ে বিশাল আকৃতির একটি কেক কেটে সামা হোসাইন ও তাইকা লিলি রেহানা সিদ্দিক -এর শুভজন্মদিন পালন করেন। পরে তিনি তার মুঠোফোনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে ভিডিও চ্যাটে কথা বলেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এতিম শিশুদের সাথে ভিডিও চ্যাটে কথা বলে তাদের খোঁজ খবর নেন। এরপর শেখ তন্ময় এমপি নিজ হাতে ছোট্ট এতিম শিশুকে রাতের খাবার খাইয়ে দেন এবং নিজে সকল এতিম শিশুদের নিয়ে রাতের খাবারে অংশ নেন।