প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নৌকা বাইচ অনুষ্টিত।


গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন ও সাদুল্লাপুর ইউনিয়নের সংযোগস্থল শিমুলবাড়ী, হাজরাবাড়ী দেড়আনি খালে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর কলাবাড়ী সহ অন্যান্য এলাকার ১৫ টা বাছাড়িও সাইন্দা নৌকা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি
উদ্বোধন করেন, ১ নং কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস এবং
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা। ওই এলাকা সহ আশপাশের এলাকার হাজার হাজার নারী পুরুষ উক্ত নৌকা বাইচ উপভোগ করেন।