আজ ১০ই জুলাই শনিবার টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়েছে উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ডের ৭৫ জন নিম্ন আয়ের ব্যবসায়ি। করোনা মহামারীর এই ক্রান্তিলগ্নে ঘরবন্দি হাজারো মানুষ। চরম ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ জন। করোনার এই সংকটকালে বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সরকার।
তারই ধারাবাহিকতায় আজ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ডে ৭৫ জন নিম্ন আয়ের ব্যবসায়ি দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এ ত্রাণ বিতরণ করেন। সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থবিধী মেনে এ ত্রান বিতরণ করা হয়।
এসময় টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ চাঁন মিয়া শেখ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কেরামত আলী মোল্লা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুচ শেখ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফায়েক শেখ উপস্থিত ছিলেন।