প্রথম আলো বন্ধু সভার সার্বিক তত্বাবধানে গোপালগঞ্জ কর্তৃক ‘লালন করি মুক্তিযুদ্ধ’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ,২০২১ তারিখে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন গোপালগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভ চত্বরে প্রথম আলো বন্ধুসভা গোপালগঞ্জ কর্তৃক ‘লালন করি মুক্তিযুদ্ধ’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। উক্ত আয়োজনে গোপালগঞ্জ জেলার সামাজিক ও সাংস্কৃতিক নানা সংগঠন স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়। গ্রিনরুম ভিজ্যুয়ালের পরিকল্পনা ও ধ্রুবক (মনন পরিচর্যায় একটি সম্মিলিত প্রচেষ্টা) এর তত্ত্বাবধানে আয়োজনটি সম্পন্ন হয়।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত ১৯৭১ সালের দিনলিপি এর অংশ বিশেষ পাঠের মধ্য দিয়ে ঐতিহাসিক কিছু তথ্য ভিত্তিক স্মৃতিচারণ করা হয়। ত্রিবেনী শিল্পীগোষ্ঠীর শিক্ষার্থীসহ উপস্থিত সকলে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করে। এরপর প্রথম আলো বন্ধুসভার গোপালগঞ্জের বন্ধুরা মুজিব বর্ষকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের অংশ বিশেষ পাঠ করে।
২৫শে মার্চের কালোরাত বাঙালী জাতির জীবনে একটি ভয়ংকর শোকস্মৃতি বিজড়িত রাত। এই সরাসরি আক্রমন প্রতিরোধের পুরষ্কার হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের স্মরণে রাতের প্রথম প্রহরে মোমবাতি প্রোজ্জ্বলন করা হয়। গ্রিনরুম ভিজ্যুয়ালের সিইও নিয়াজ মোর্শেদ বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আমরা এই ইতিহাসভিত্তিক ধারাবাহিক কার্যক্রম হাতে নিয়েছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে তাদেরকে ইতিহাসমুখী করে তোলাই আমাদের লক্ষ্য। এই কার্যক্রম আমরা দেশের জেলা-উপজেলাগুলোতে নিয়ে যেতে চাই।’ অনুষ্ঠানে সহযোগিতা করে অনুনাদ, উদীচী, সিনেম্যান, বিএনএফ, গোপালগঞ্জ রেসিং পিজিয়ন অর্গানাইজেশন, বিডি ক্লিন গোপালগঞ্জ, প্রজ্জ্বলিত গোপালগঞ্জ।