প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিশর্ত মুক্তির দাবীতে বিরল প্রেসক্লাবের মানববন্ধন সাদেকুল ইসলাম(সুবেল) বিরল

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিশর্ত মুক্তির দাবীতে বিরল প্রেসক্লাবের মানববন্ধন সাদেকুল ইসলাম(সুবেল) বিরল

 প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে দিনাজপুরের বিরল উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) দুপুরে বিরল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য বক্তব্য রাখেন বিরল প্রেসক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, প্রমূখ । মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিরল প্রেসক্লাবের কষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, সদস্য আতিউর রহমান, সুবল রায়, ও মোজাম্মেল হক (সামু)।

মানববন্ধনে বক্তরা বলেন, দৈনিক প্রথম আলোর সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে তার বিরুদ্ধে মিথ্যে অপবাদে মামলা এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা গোটা দেশের মানুষের কাছে আজ লজ্জার। সবাই স্বাস্থ্য বিভাগকে ধিক্কার জানাচ্ছে।

সরকারের কাছে দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের আওতায় আনতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। কোন ভাবেই এই নেক্কারজনক ঘটনা কোন সরকারি আমলাকে ছাড় দেওয়া যাবে না বলে মানববন্ধন থেকে দাবী জানানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *