প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২০, ১:২৩ অপরাহ্ণ
“প্রকৃতির মাঝে সুখ”
“প্রকৃতির মাঝে সুখ”
রাবু সরকার।
সকাল বেলা প্রকৃতিতে আসল সুখ আমরা সবাই জানি,
তাই তো আমরা সবাই মিলে প্রকৃতিকেই মানি।
প্রকৃতিতে আছে শান্তি,আছে মহাসুখ,
তাই তো আজ মানবজাতি সেই চিন্তায় বিরুপ।
প্রকৃতির সেই উষ্ণ বাতাস লাগে অনেক ভালো,
বিধাতার সেই অপরুপ সৃষ্টি,
দেয় যে সদায় আলো।
সবাই জানি সবাই মানি বিধাতার এই লিলা,
বিধাতার বিধান মানতে হবে প্রকৃতির এই খেলা।
প্রকৃতির মাঝে বেড়ে উঠা সকল প্রাণী আমরা সবাই জানি,
প্রকৃতির মাঝে দাড়িয়ে আছি সেই কথাটিও মানি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত